সোনামসজিদ সীমান্তে বিদেশী পিস্তল-গুলিসহ যুবক আটক

0 ২৩২
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে বিদেশী পিস্তল ও গুলিসহ কমল আলী (৩৮) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তি রাজশাহীর বোয়ালিয়ার হেতেম খাঁ ছোট মসজিদ এলাকার মৃত আলী হোসেনের ছেলে।
শুক্রবার (২৬ মে) রাতে রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবি জানায়, ভারত হতে সোনামসজিদ সীমান্ত দিয়ে চোরাকারবারীরা অস্ত্র নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে গমন করবে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি বিশেষ টহল দল সোনামসজিদ বিওপির কয়লাবাড়ি টোল প্লাজা এলাকায় অভিযান চালায়।
এ সময় একটি সিএনজি গাড়ি তল্লাশী করে একটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলিসহ কমলকে আটক করে। রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আটক ব্যক্তি ও অস্ত্র গোলাবারুদ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।
তিনি বলেন, মাদক ও অস্ত্র চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.