
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াত। তার নেতৃত্বে সোনামসজিদ স্থলবন্দর ব্যবহারকারী অংশীজন সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশন, আমদানি ও রপ্তানিকারক গ্রুপ, শ্রমিক সমন্বয় কমিটি, ট্রাক মালিক সমিতি, ইমিগ্রেশন, বিজিবি, স্থলবন্দর কর্তৃপক্ষ ও পানামা পোর্ট লিংক প্রতিনিধিগনের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় সোনামসজিদ স্থলবন্দরে বর্তমান বিদ্যমান সমস্যা যেমন ট্রাক পার্কিং, পন্য খালাসিতে বিলম্ব, চুরি, বিভিন্ন অনিয়ম ইত্যাদি বিষয়ে আলোকপাত ও সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আশ্বাস প্রদান করা হয়।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনামসজিদ স্থল বন্দর শুল্ক স্টেশানের ডেপুটি কমিশনার প্রভাত কুমার সিংহ।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সোনামসজিদ পানামা পোর্ট লিংক এর পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান খাঁন।
সাবেক অতিরিক্ত সচিব ও চেয়ারম্যান বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ প্রধান উপদেষ্টা তপন কুমার, শিবগঞ্জ এসিল্যান্ড জোবায়ের হোসেন, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ, ইন্সপেক্টর (ট্রাফিক) আলীমুজ্জামান বকুল বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ।
আরও উপস্থিত ছিলেন পানামা পোর্ট লিংক এর জি এম বেলাল হোসেন, সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ ঈসমাইল হোসেন, সি এন্ড এফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ আর এম রশিদ, সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সিনিয়র সভাপতি মোঃ আমিনুল ইসলাম সেন্টু, সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারন সম্পাদক আতাউর রহমান রাজু, শ্রমিক সমন্বয়ের ঠিকাদার জনাব সেনাউল ইসলাম, শ্রমিক প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম, শিবগঞ্জ ট্রাক মালিকের সভাপতি মোঃ আব্দুস সামাদ বকুল, শিবগঞ্জ ট্রাক মালিক সাধারন সম্পাদক মোঃ আব্দুল মতিন, সোনামসজিদ ইমিগ্রেশন ইনচার্জ মোঃ জাফর ইকবাল, সোনামসজিদ বিওপি কমান্ডার নায়েক সুবেদার কেরামত আলী প্রমূখ।
উক্ত মতবিনিময় সভা চলাকালীন সময় স্থলবন্দরের সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ ও স্বাভাবিক ছিলো বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Comments are closed.