স্কুল,কলেজ, মাদ্রাসা শিক্ষক সমিতির পক্ষ থেকে ইউএনও শরিফ আহম্মেদকে বিদায় সম্বর্ধনা প্রদান

২২৭
অলিউল হক ডলার, নাচোল: চাঁপাইনবাবগঞ্জ নাচোলে স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষক সমিতির উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ কে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টায় নাচোল মহিলা ডিগ্রী কলেজ সম্মেলন কক্ষে সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমানের সভাপতিত্বে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী উপজেলা নির্বাহী শরিফ আহম্মেদ।
বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, বেগম মহসিন ফাজিল মাদ্রাসার সুপার ও উপজেলা মাদ্রাসা সমিতির সভাপতি মাওলানা ইসহাক আলী, শহীদ স্মৃতি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তৌহিদুল ইসলাম, নাচোল মহিলা ডিগ্রী কলেজে উপাধ্যক্ষ আশীষ কুমার চক্রবর্তী, নাচোল খম সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ের প্রধান আব্দুর রহিম, এশিয়ান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মরিয়ম খাতুন ।
এছাড়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার এর আব্বা বীরমুক্তিযোদ্ধা মোঃ নঈম উদ্দিন।
আলোচনা শেষে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদকে শিক্ষক সমিতির পক্ষ থেকে বিদায়ী সম্মানা ক্রেস ও উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজবাড়ী কলেজের সহকারী অধ্যাপক হুমায়ুন কবির আজম।

Comments are closed.