স্কুল ও কলেজের সম্পত্তি ফিরে পেতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন

0 ৫৬

নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে সাবেক এমপি প্রয়াত আব্দুল কুদ্দুসের ভাতিজা শ্যামল আলীর অবৈধভাবে দখলকৃত কলেজের সম্পত্তি ফিরে পেতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। বুধবার বেলা ১২ টার দিকে উপজেলার বিলসা বহুমুখি উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে এই কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষার্থী আসিফ আহমেদ, তারেক রহমান,লিখন সরকার, এলাকাবাসী হায়দার আলী, ময়নুল ইসলাম সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন,গুরুদাসপুর-বড়াইগ্রাম আসনের সাবেক এমপি ও নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আব্দুল কুদ্দুসের ভাতিজা শ্যামল আলী প্রভাব খাটিয়ে বিলসা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও বিএম কলেজের পুরাতন ভবনে নির্মিত গ্যারেজ ও ৬টি দোকান ঘর অবৈধভাবে দখল করে সেগুলো বাণিজ্যিকভাবে ভাড়া দিয়ে সেখান থেকে বড় অংকের অর্থ আদায় করছেন। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের সম্পত্তি হওয়া সত্বেও প্রতিষ্ঠান বঞ্চিত হচ্ছে। এর আগে প্রতিষ্ঠানটির পক্ষ থেকেই এই ভাড়া আদায় করা হ’ত। ক্ষমতার দাপটে বছরের পর বছর শ্যামল আলীর অবৈধভাবে দখল করে রাখা সস্পর্ত্তি ফিরিয়ে আনতে তারা এই কর্মসুচি পালন করছেনপ্রতিষ্ঠানের বৈধ এই সম্পর্ত্তি দ্রুত ফিরে না পেলে আগামিতে কঠোর কর্মসুচি করে তা’ ফিরিয়ে আনা হবে বলে ঘোষণা দেন তারা। সেই সাথে অবৈধ দখলদার শ্যামল আলীর বিচারও দাবী করেন তারা।। পরে তারা বিক্ষোভ কর্মসুচিও পালন করে।
এ ব্যাপারে শ্যামল আলীর সাথে সাংবাদিকরা মোবাইল ফোনে কথা বললে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, এটা তাদের পৈত্রিক সম্পত্তি যা প্রতিষ্ঠানকে দান করেছেন। প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মানের পর যেটুকু জায়গা স্কুলের অতিরিক্ত দখলে ছিল তা তিনি দখলে নিয়েছেন।
অপরদিকে স্কুল ম্যানেজিং কমিটির দায়িত্বপ্রাপ্ত সভাপতি গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার জানান, বিষয়টি জানার পর তিনি বিলসা বহুমুখি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষকে কলেজের কাগজপত্র নিয়ে তার সাথে দেখা করতে বলেছেন। কাগজপত্র দেখে যদি ওই সম্পত্তি অবৈধভাবে কেউ দখল করে থাকে তবে তা আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানকে ফিরিয়ে দেওয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.