স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে ১০০ কোটির মামলা নওয়াজউদ্দিনের

0 ২৩১
বলিউডের খ্যাতিমান অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। ছবি : লেট’স ভেক্টরাইজ

স্ত্রীআলিয়া সিদ্দিকী ও ভাই শামসুদ্দিনের বিরুদ্ধে হয়রানি ও মানহানির ১০০ কোটি রুপির মামলা দায়ের করেছেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী।

ইন্ডিয়া টুডে প্রতিবেদনে জানিয়েছে, অভিনেতার পক্ষে এই মামলা দায়ের করেছেন আইনজীবী সুনীল কুমার। আগামী ৩০ মার্চ বিচারপতি রিয়াজ ছাগলার বেঞ্চে এ মামলার শুনানি অনুষ্ঠিত হবে।

মামলায় বলা হয়েছে, মানহানির জন্য লিখিতভাবে দুজনকে ক্ষমা চাইতে হবে সেই সঙ্গে তাঁরা যেন সোশ্যাল মিডিয়ায় এমন কিছু প্রকাশ না করেন যা তাঁর জন্য মানহানিকর।

মামলায় দাবি করা হয়েছে, অভিনেতার ভাই শামসুদ্দিন কর্মহীন ছিলেন তাই তাকে নিজের ম্যানেজার হিসেবে চাকরি দেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। সেই সুযোগে অভিনেতার সঙ্গে প্রতারণা করেন শামসুদ্দিন। অভিনেতার অর্থ দিয়ে যৌথ মালিকানায় একের পর এক সম্পত্তি কেনেন। তারই প্রতিবাদ করায় বিরক্ত হন অভিনেতার ভাই। এরপর আলিয়াকে অভিনেতার বিরুদ্ধে উত্যক্ত করে তোলেন।

Leave A Reply

Your email address will not be published.