স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এখনও ফাইল আসেনি, ফাইল এলে সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: নথি পেলে খালেদার মুক্তির বিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শর্ত সাপেক্ষে সরকার খালেদা জিয়াকে ছয় মাসের জন্য মুক্তি দিচ্ছে মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে আইনমন্ত্রীর দেয়া এমন তথ্যের পর তাৎক্ষণিকভাবে এ কথা জানান তিনি।ব্রেকিংনিউজ
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে, মঙ্গলবার (২৪ মার্চ) বিকাল সাড়ে ৪টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সেই সুপারিশ এসে পৌঁছায়নি। মন্ত্রণালয়ে এসে পৌঁছালে প্রধানমন্ত্রীর কাছে অনুমোদন নিয়ে খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করার নির্দেশ কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমার কাছে এখনও ফাইল আসেনি। ফাইল আসলে আমি কথা বলবো।