স্বামী-সন্তানের পর এবার করোনায় আক্রান্ত মিথিলা

২১২

জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল তাঁর করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে।

এনটিভি অনলাইনকে এই তথ্য নিশ্চিত করে মিথিলা বলেন, ‘আমার ঠাণ্ডা আর কাশি আছে; এই ছাড়া অন্য কোন সমস্য নেই।’

এর আগে মিথিলার স্বামী নির্মাতা সৃজিত মুখার্জির করোনা আক্রান্ত হওয়ার খবর প্রথম গণমাধ্যমে আসে। এরপর ৫ জানুয়ারি মিথিলা-তাহসানের কন্যা আইরা তেহরীম খানেরও করোনা পজিটিভ আসে।

মিথিলা জানিয়েছেন, আইরা তেহরীম খানের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তাঁর জ্বর নেই।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে খবর এসেছে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা যৌন পল্লী ও যৌনকর্মীদের জীবনযাপনের গল্পে নির্মিত ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’ এর দ্বিতীয় সিজনে অভিনয় করতে যাচ্ছেন।

এর আগে কলকাতার রিঙ্গো ব্যানার্জির পরিচালনায় ‘আ রিভার ইন হ্যাভেন’ ও রাজর্ষি দে’র পরিচালনায় ‘মায়া’ সিনেমায় কাজ করেছেন মিথিলা। পরিচালক শৌভিক কুণ্ডুর ‘আয় খুকু আয়’ সিনেমায় কাজ করার কথা আছে তাঁর। এছাড়া বাংলাদেশে মুক্তির অপেক্ষায় আছে প্রথম ‘অমানুষ’ সিনেমা।

২০১৯ সালের ডিসেম্বরে নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে বিয়ের পর বেশি সময় কলকাতায় অবস্থান করছেন ঢাকার এই অভিনেত্রী।

Comments are closed.