স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ

৩৪৫
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি: নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। আজ বৃহস্পতিবার (২৩জুন) দুপুর ১.৩০মি স্বাস্থ্য কমপ্লেক্স এর পুরুষ ও মহিলা ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের খোঁজ খবর নেন। এসময় তিনি রোগীদের সাথে কুশল বিনিময় ও ওষুধসহ সেবার মান নিয়ে দীর্ঘক্ষণ রোগীদের সাথে কথা বলেন তিনি।
পরিদর্শনকালে সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা অনুসারে স্বাস্থ্যসেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছানোর লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
সে লক্ষ্যে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি’র নির্দেশনায় তিনি তার উপজেলায় সার্বিক উন্নয়ন মূলক কাজ করে চলেছেন বলে জানান তিনি। পরিদর্শন কালে স্বাস্থ্য কর্মকর্তা ও মেডিকেল অফিসার উপস্থিত না থাকায় সঙ্গে  ছিলেন কর্তব্যরত নার্স।

Comments are closed.