স্মার্ট বাংলাদেশে কৃষি হবে স্মার্ট -প্রতিমন্ত্রী পলক

0 ৩৩৯

নাটোর প্রতিনিধি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৩১ সালের স্মার্ট বাংলাদেশের ভিশন অনুযায়ী কৃষি হবে স্মার্ট। সেই কৃষিতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে স্বল্প মানুষে স্বল্প খরচে অধিক ফসল উৎপাদন করা হবে।”

প্রতিমন্ত্রী শুক্রবার নাটোরের সিংড়ায় ৫০% সরকারি ভর্তূকী মূল্যে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে আধুনিক প্রযুক্তি সম্পন্ন কৃষি যন্ত্রপাতি বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আল ইমরান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নবাগত কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, সদ্য বিদায়ী কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজা, কৃষক শহিদুল ইসলামসহ অন্যান্যরা।

এ সময় কৃষকদের ৫০ শতাংশ ভর্তুকিতে ৩টি রিপার বাইন্ডার, ৩টি কম্বাইন হারভেস্টার, ৪০টি পাওয়ার থ্রেসার, ১০টি মেইজ শেলার, পাঁচটি সিডার, ১০টি পাওয়ার স্প্রেয়ার এবং ১টি ক্যারেট ওয়াসার দেওয়া হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.