স্মার্ট বাংলাদেশে স্মার্ট লাইব্রেরি হওয়া উচিৎ : রাবি উপাচার্য

0 ২৭৫
রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেছেন, স্মার্ট বাংলাদেশে স্মার্ট লাইব্রেরি হওয়া উচিত। তাই ডিজিটাল গ্রন্থাগার থেকে আমরা স্মার্ট গ্রন্থাগার গড়ার চিন্তা করছি।
রবিবার (৫ ফেব্রুয়ারি) ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ উপলক্ষে ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। এই স্মার্ট বাংলাদেশে চারটা বিষয় আছে। স্মার্ট নাগরিক, স্মার্ট শাসন ব্যবস্থা, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সমাজ। স্মার্ট বলতে কেতাদুরস্ত কাপড়-চোপড় নয়। এই ধারণা আগে ছিল। এখন স্মার্ট হলো জ্ঞান। জ্ঞান থেকেই স্মার্টনেসের জন্ম। আমরা সেই দিকে যাওয়ার নিরন্তর চেষ্টায় রত আছি।
সভায় বিভাগের সভাপতি এ.কে.এম.ইয়ামিন আলী আকন্দ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর। এই আলোচনায় অধ্যাপক মো. শরিফুল ইসলাম  ‘Smart Library and Smart Bangladesh: Factors and Realities’ শীর্ষক প্রবন্ধ এবং অধ্যাপক জয়ন্তী রানী বসাক ও মো. আরমানুল হক  ‘Smart Bangladesh and Smart Library: Perspectives, Threats and Sugestions’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। আলোচনায় অন্যান্যদের মধ্যে জনসংযোগ দপ্তরের প্রশাসক ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তারা বক্তব্য রাখেন।
তাছাড়া দিবসটি উপলক্ষে  গ্রন্থাগারে সেবা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির জন্য ৫ ও ৬ ফেব্রুয়ারি হেলথ ডেক্সের ব্যবস্থা করা হয়েছে। এই ডেক্স সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চালু থাকবে।
এর আগে, ‘স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এক শোভাযাত্রার মাধ্যমে ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ পালন শুরু হয়। রাবি গ্রন্থাগার চত্বর থেকে সকাল ১০টায়
একটি শোভাযাত্রা  ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। শোভাযাত্রা উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। সেখানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর, সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. ইলিয়াছ হোসেন, গ্রন্থাগার প্রশাসক অধ্যাপক মো. হাবিবুর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, গ্রন্থাগারের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.