সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত তামিল অভিনেত্রী যশিকা, নিহত বন্ধু
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তামিল অভিনেত্রী ও সাবেক বিগ বস তামিল প্রতিযোগী যশিকা আনন্দ। ঘটনাস্থলে মারা গেছেন তাঁর বন্ধু ভাল্লিশেটি ভবানী (২৮)।
দ্য হিন্দু, বলিউড বাবল, পিঙ্কভিলাসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের খবর, কয়েক বন্ধু মিলে ভ্রমণে যাচ্ছিলেন যশিকা আনন্দ। রোববার (২৫ জুলাই) ভোরে চেন্নাইয়ের ইস্ট কোস্ট রোডে তাঁদের গাড়ি দুর্ঘটনায় পতিত হয়।
নিহত বন্ধু ভাল্লিশেটি ভবানী হায়দরাবাদের, যিনি যুক্তরাষ্ট্রে সফওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন। খবরে প্রকাশ, ঘটনাস্থলেই তিনি মারা গেছেন। গাড়িতে যশিকাসহ চার বন্ধু ছিলেন। ধারণা করা হচ্ছে, চার বন্ধুর একজন গাড়ি চালাচ্ছিলেন।
পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালাচ্ছেন। যশিকা ও তাঁর বন্ধুদের অবস্থা গুরুতর। তাঁদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।