সড়ক দূর্ঘটনা মামলায় চালকের যাবজ্জীবন কারাদন্ডের প্রতিবাদে পুঠিয়ায় প্রতিবাদ সভা ও সাংবাদিক সম্মেলন

0 ২,২০৫

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : সড়ক দূর্ঘটনা মামলার বাস চালক মোঃ মনির হোসেনের যাবজ্জীবন কারাদন্ডের প্রতিবাদে রাজশাহীর পুঠিয়ায় প্রতিবাদ সভা ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে রাজশাহী জেলার পুঠিয়ায় অবস্থিত রাজশাহী জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন চত্বরে সড়ক দূর্ঘটনা মামলার বাস চালক মোঃ মনির হোসেনের যাবজ্জীবন কারাদন্ডের প্রতিবাদে রাজশাহীর পুঠিয়ায় প্রতিবাদ সভা ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহমান পটল। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সহ-সভাপতি নূরুল আমিন, সদস্য মনির, অফিস সহকারী দিলীপ কুমার প্রমুখ। সাংবাদিক সম্মেলনে সড়ক দূর্ঘটনা মামলার বাস চালক মোঃ মনির হোসেনের যাবজ্জীবন কারাদন্ডের রায় শ্রমিকদের কাছে গ্রহণযোগ্য না বলে তা প্রত্যাহারের দাবী করেন।

Leave A Reply

Your email address will not be published.