হঠাৎ করে সারের মুল্য বৃদ্ধিতে নাটোরে কৃষকদের মাঝে হতাশা

২৯৯
নাটোর প্রতিনিধি: হঠাৎ করে সারের মুল্য বৃদ্ধিতে নাটোরে কৃষকদের মাঝে হতাশা দেখা দিয়েছে। সেই সাথে খুচরা ব্যাবসায়ীদের বিক্রিও অনেকটা কমে গেছে বলে জানান বিক্রেতারা। ভরা মৌসুমে সারের মুল্য বৃদ্ধি করা মানে কৃষকদের আরো ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া। তারা সরকারের কাছে দাবী জানান সারের মুল্য পূনঃনির্ধারন করা হোক।
কৃষকরা জানান,জমিতে এখন ধান, রসুন,পিয়াজ সহ বিভিন্ন ফসল রয়েছে। সারের চাহিদা রয়েছে। এই ফসল তোলার পর সামনে পাট লাগানো হবে। তাদের ফসলের দাম পাচ্ছেন না সঠিকভাবে। এরপর সারের দাম প্রতি কেজিতে ৫ টাকা বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও কীটনাশকের দামও তিনগুন হয়েছে।
এতে কৃষকরা চাষাবাদ করে লোকসানে পড়ছে। বর্তমানে যে আবাদগুলো করা হয়েছে সেগুলোর চাহিদামত সার তারা কিনেছেন বেশী দাম দিয়ে। এরপর আবার সারের দাম বৃদ্ধি করা হয়েছে। আগামি আবাদের জন্য তাদের সার আরো বেশী দাম দিয়ে কিনে আবাদ করলে সব লোকসান হবে।
খুচরা দোকানী বলেন, হঠাৎ করে সারের দাম বৃদ্ধি হওয়ায় ক্রেতাদের সাথে তাদের বাকবিতন্ডা হচ্ছে। নতুন দাম শুনেই ক্রেতারা চলে যাচ্ছে। তাদের বিক্রি কমে গেছে।