সিরাজগঞ্জ প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হরিণা বাগবাটী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বুধবার প্রভাত ফেরিতে অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম এবং প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা এ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির বিদ্যুৎ সাহি সদস্য এবং বাগবাটী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রায়েল তালুকদার, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য এবং বাগবাটী ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শ্রী সঞ্জীব কুমার কর্মকার, বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষক প্রতিনিধি সদস্য আব্দুস সালাম,গাজী আব্দুল মজিদ,আনোয়ার হোসেন, সহকারী প্রধান শিক্ষিকা ফিরোজা খানম, দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মদ নাজমুল হোসেন সহ শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়াও অত্র বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে শহীদ মিনারে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা শহীদদের প্রতি ফুলের শ্রদ্ধা নিবেদন করেছেন।
দিবসটি উপলক্ষে কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, নৃত্য ও দেশাত্মবোধক গান পরিবেশ করেন শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক
ওহাব জোহুরী।