হামাসের নিরাপত্তাপ্রধান জিহাদ মহেসিন নিহত
ইসরায়েলের বিমান হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নিরাপত্তা বাহিনীর প্রধান জিহাদ মহেসিন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, হামাস-সংশ্লিষ্ট একটি সংবাদমাধ্যম থেকে জিহাদ মহেসিনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গাজা শহরের শেখ রেদওয়ানে তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
তবে জিহাদ মহেসিনের মৃত্যুর বিষয়ে এখনও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) কিছু জানায়নি।
এদিকে ইসরায়েলি বিমান হামলায় হামাসের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ পলিটব্যুরোর একমাত্র নারী সদস্য জামিলা আল-শান্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে আলজাজিরা। তিনি হামাসের অন্যতম প্রতিষ্ঠাতা আব্দেল আজিজ আল-রানতিসির স্ত্রী ছিলেন।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামলার পর ইসরায়েলের বেশ কিছু নাগরিককে বন্দি করেছে তারা। এর জবাবে গাজার শাসক গোষ্ঠীকে ‘মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার’ প্রতিজ্ঞা করে পাল্টা অভিযান শুরু করে ইসরায়েল।
টানা প্রায় দুই সপ্তাহ ধরে ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৪৭৮ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া ফিলিস্তিনের পশ্চিম তীরে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৬৫ জনে।