হাসিনা সরকারের গুম-খুনের বিচারের দাবিতে রাবি ছাত্রদলের মানববন্ধন

0 ১০২
রাবি প্রতিনিধি: আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে  আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নির্মম হত্যাকাণ্ড, গুম ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনায় যথাযথ বিচারের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা  ছাত্রদল।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা।
রাবি শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. সরদার রাশেদ আলির সঞ্চালনায় সভাপতিত্বে করেন রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী।
এসময় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক নিপীড়ন ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকের এই মানবন্ধনে আমরা উপস্থিত হয়েছি।  আমরা শুধু মানবন্ধনে থেকে থাকবো না, যতদিন পর্যন্ত গুমের শিকার আমাদের ভাইদের তালিকা প্রকাশ করা না হবে। আমাদের শতশত ভাইয়ের ক্রোসফায়ারে হত্যা করা হয়েছে। আমাদের তাদের হত্যা এবং নির্যাতনের সুষ্ঠু বিচার চাই”
সভাপতির বক্তব্যে সুলতান আহমেদ রাহী বলেন, “বিগত ১৫ বছরে স্বৈরাচার হাসিনা যেভাবে বিএনপি নেতা কর্মীদের হত্যা, ঘুম করেছে তা মানবাধিকারের লঙ্ঘন যা পুরোপুরো পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা।  নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতারা ছাত্রদলের নেতাকর্মীদের অমানবিক নির্যাতন চালিয়েছিলো। কিন্তু তাদের কেউই এখনো গ্রেফতার হয় নাই। অতিদ্রুত সবাইকে গ্রেফতার করতে হবে।”
 তিনি আরো বলেন, “গনহত্যাকারী পলাতক খুুনি হাসিনা ভারতে মুরগির খোপে বসে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের ডিমে তা দিচ্ছেন। পলাতক হাসিনা মোদি সরকারকে নিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আর ভারতীয় মিডিয়াগুলো মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালিয়ে আমাদের হিন্দু মুসলিমদের মধ্যে বিভাজন তৈরি করতে চাচ্ছে। তাদের এ ষড়যন্ত্র বাংলাদেশ জাতীয়তাবাদি ছাত্রদল তা শক্ত হাতে রুখে দিতে প্রস্তুত।”
মানববন্ধনে শাখা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মেহেদি হাসান খান, শফিকুল ইসলাম শফিক, শাকিলুর রহমান সোহাগ, মাহমুদুল মিঠু, জহির শাওন, মারুফ হোসেন, এম এ তাহের রহমান, আহ্বায়ক সদস্য নাফিউল ইসলাম জীবন, শেখ নুর উদ্দীন আবির, তুষার শেখ, ইমরান হাসান রাকেশ, মোকাদ্দেস, আলি, জাকির রেদোয়ান এবং  আবির হাসান হিমেলসহ বিভিন্ন হল ও অনুষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.