চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও জেলা যুবলীগ নেতা খাইরুল আলম জেমকে প্রকাশ্যে হত্যাকান্ডের ঘটনা কোন রাজনৈতিক কোন্দলে হয়নি। শিবগঞ্জ উপজেলার মর্দনা এলাকায় হিন্দু সম্প্রদায়ের একটি দেবত্তর সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়। যারাই এই হত্যাকান্ডের সাথে জড়িত থাকুক না কেন, আমরা এর বিচার চাই।
অথচ বিষয়টিকে বিভিন্ন গণমাধ্যমে তা দলীয় কোন্দল হিসেবে প্রচার করা হচ্ছে। এর সাথে দলের কোন কোন্দল বা সম্পর্ক নেই। এসব বললেন চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সাংসদ সদস্য জেলা আওয়ামীলগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ।
আজ শনিবার (১৩ মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের ওয়ালটন মোড়ের নিজ কার্যালয়ে প্রেস বিফ্রিং এর মাধ্যমে এসব বলেন এমপি।
তিনি আরো বলেন, জেলায় আ.লীগের মধ্যে দলীয় কোন কোন্দল নেই। দলীয় কোন্দল বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন গণমাধ্যমে প্রচার করার কাজটিও একটি ষড়যন্ত্র। আওয়ামী লীগের ক্ষতি করতে ও উন্নয়ন বাধাগ্রস্ত করতেই এসব মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।
দলের মধ্যে কোন বিভেদ নেই। তবে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করতে ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তার ইন্ধনে বিভেদের চেষ্টা করছে কুচক্রী মহল। সংবাদ সম্মেলনে আ.লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।