হিরো আলমকে নয় মির্জা ফখরুলকে নিয়ে মন্তব্য করেছি: ওবায়দুল কাদের

0 ২৮১
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত

হিরো আলমকে নিয়ে কোনো মন্তব্য ছিলো না আমার, মন্তব্য ছিলো মির্জা ফখরুলকে নিয়ে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন আহমেদের নামাজে জানাজা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, মোসলেম উদ্দিন কর্মী থেকে নেতা হয়েছেন, দলের নিবেদিত প্রাণ হিসেবে বঙ্গবন্ধুর চেতনার সৈনিক। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আওয়ামী লীগকেই লালন করেন তিনি। তার এমপি হবার মতো শেষ স্বপ্ন শেখ হাসিনা পূরণ করেছেন।

জানাজায় অংশগ্রহণ করার পর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, কীভাবে কর্মী থেকে নেতা হওয়া যায় তার কাছে শেখার রয়েছে।

বিপ্লব বড়ুয়া বলেন, চট্টগ্রামের রাজনীতিতে মোসলেম উদ্দিন একজন আইকন বা অথরিটি ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.