১০ দিনে ৭৫০ কোটি, হাজার কোটির ক্লাবের পথে ‘পাঠান’
‘দঙ্গল’, ‘আরআরআর’, ‘বাহুবলী ২’ ও ‘কেজিএফ ২’ সিনেমার পর হাজার কোটির ক্লাবে প্রবেশ করতে যাচ্ছে বলিউড বাদশাহ শাহরুখ খানের আলোচিত সিনেমা ‘পাঠান’।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, মুক্তির প্রথম ১০ দিনে বিশ্ব বক্স অফিসে ৭৫০ কোটি রুপি সংগ্রহ করেছে ‘পাঠান’ আর মাত্র ২৭৫ কোটি রূপি আয় করলেও ১০০০ কোটির মাইলফলক স্পর্শ করবে সিনেমাটি। বক্স অফিস বিশেষজ্ঞরা ধারণা করছেন, এই সপ্তাহে কোটির ক্লাবে প্রবেশ করবে সিনেমাটি।
আর ভারতের বাজারেই ১০ দিনে ‘পাঠান’ ৩৭৫ কোটি রুপি সংগ্রহ করেছে; এভাবে চলতে থাকলে শিগগির বলিউডের সবচেয়ে আয়কারী সিনেমার তমকা পাবে শাহরুখের এই সিনেমা।
অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমাটি পরিচালনার জন্য সিদ্ধার্থ আনন্দ নিয়েছেন ছয় কোটি রুপি।
সবশেষ শাহরুখ খানের ‘জিরো’ সিনেমা মুক্তি পায় ২০১৮ সালের ২১ ডিসেম্বর।