১১৪ কোটি ছাড়াল অজয়ের ‘ভোলা’
দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে অজয় দেবগন অভিনীত সিনেমা ‘ভোলা’। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি নির্মাণও করেছেন অভিনেতা নিজেই।
বৃহস্পতিবার (৩০ মার্চ) ভারতের প্রায় ৪ হাজারেরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। আর মুক্তির পর থেকেই বক্সঅফিসে ঝড় তুলেছে অজয়ের ‘ভোলা’। মাত্র ১২ দিনে বিশ্বব্যাপী শত কোটি টাকা আয় ছাড়িয়েছে এটি।
এ বছরে মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমার প্রথম দিনের আয়ের দিক থেকে তৃতীয় স্থানে অবস্থান করছে সিনেমাটি।মুভি রিভিউ ডটকম জানায়, ভারতে ১২তম দিনে অজয় অভিনীত সিনেমা ‘ভোলা’ আয় করেছে ১.৫৫ কোটি রুপি। এ পর্যন্ত শুধু ভারতেই আয় করেছে ৭৩.৮৪ কোটি রুপি এবং বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৮৮ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ১১৪ কোটি টাকারও বেশি।
সিনেমাটি পরিচালনা ও অভিনয়ের পাশাপাশি ‘ভোলা’ প্রযোজনাও করেছেন অজয় দেবগন। এতে কেন্দ্রীয় নারী ভূমিকায় অভিনয় করেছেন টাবু অমলা।