১৩ কোটিতে ‘ডন থ্রি’ সিনেমা করতে রাজি হয়েছেন কিয়ারা
এক যুগের বেশি সময় ধরে চলা গুঞ্জন থেমে গেছে। অফিসিয়াল ঘোষণায় বলিউডে চলে এসেছে নতুন ‘ডন’, রণবীর সিং। আর প্রিয়াঙ্কা চোপড়ার স্থলাভিষিক্ত হয়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি।
সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র গণমাধ্যমটির কাছে দাবি করেছে, ‘নায়িকা চরিত্রের জন্য কিয়ারা ও কৃতি স্যানন দুজনকে ভেবেছিলেন নির্মাতা ফারহান আখতার। এর মধ্যে নায়ক রণবীর সিং জানান, কিয়ারার সঙ্গে তার বাস্তব জীবনেও বেশ ভালো বন্ধুত্ব। ফলে শুটিংয়ে তা কাজে দেবে। এজন্য শেষমেশ কিয়ারাকে বেছে নেওয়া হয়।’
বর্তমানে কিয়ারার হাতে আরও একটি সিনেমার কাজ রয়েছে। সেটার নাম ‘ওয়ার ২’। এই সিনেমার জন্য তিনি যে পারিশ্রমিক নিয়েছেন, তা ‘ডন থ্রি’র মোটে অর্ধেক!
কিয়ারা আদভানি কিছুটা পরিচিতি পান ২০১৬ সালের ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ দিয়ে। তাকে মূলত তারকা খ্যাতি দেয় ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘কবির সিং’। এরপর থেকে দারুণ দাপটে বড় বড় ছবি করে চলেছেন সুদর্শনা এ অভিনেত্রী। নাম তার কিয়ারা আদভানি।