১৬ নভেম্বর মুক্তি পাবে ‘মিস্টার বাংলাদেশ’
বিনোদন ডেস্ক: আগামী ১৬ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘মিস্টার বাংলাদেশ’। ২০১০ সালে ফুটবলকে উপজীব্য করে চলচ্চিত্র নির্মাণ করেন খিজির হায়াত খান। ‘জাগো’ নামের ছবিটি পরিচালনার ছিলেন তিনি।
৮ বছর পর আবারও ফিরেছেন রূপালি দুনিয়ায়। তবে পরিচালক নন, তিনি এবার অভিনেতা।
মিস্টার বাংলাদেশ ছবিতে খিজির হায়াত ছাড়াও অভিনয় করেছেন লাক্স তারকা শানারাই দেবী শানু। ছবিটি পরিচালনা করেছেন আবু আখতার-উল-ঈমান। ছবিতে আছে পাঁচটি গান।
সমসাময়িক প্রেক্ষাপটের গল্পে তৈরি হয়েছে মিস্টার বাংলাদেশ। সাধারণ মানুষ কিভাবে জঙ্গী হয়ে ওঠে সেটিই তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।
বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম/