২৪ ঘণ্টায় আক্রান্ত ৭০৬, সুস্থ ১৩০
বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: দেশে আজও রেকর্ড সংখ্যক আক্রান্ত না হলে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ৭০৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৪২৫ জন।
তবে আজকে গত ২৪ ঘণ্টায় মৃত্যু নিয়ে কোনও তথ্য দেয়া হয়নি। পরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যম জানিয়ে দেয়া হবে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) দুপুর আড়াইটায় দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে ভিডিও কনফারেন্সে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, সারা দেশে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩০ জন। গতকাল সুস্থের তথ্য দেয়া হয়নি। গতকাল সুস্থ হয়েছিল ৩৭৭ জন। ফলে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১৯১০ জন।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় ৩৪টি ল্যাব থেকে ৬,৩৮২টি নমুনা সংগ্রহ করা হয়, নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৮৬৭টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক লাখ ৫ হাজার ৫১৩টি।