স্টাফ রিপোর্টার:৩রা নভেম্বর জেল হত্যা দিবস স্মরণে রাজশাহী জেলা মিশুক, বেবীট্যাক্সি ও সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে। শনিবার (৪ নভেম্বর) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী।
রাজশাহী জেলা মিশুক, বেবীট্যাক্সি ও সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির সভাপতি মো. আব্দুস সাত্তার মিলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. দিদার হোসেন ভুলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, শ্রম বিষয়ক সম্পাদক মো. আব্দুস সোহেল, মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মুকুল শেখ।