৩৯৫ রানের লক্ষ্যে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ

0 ২৬৮

চট্টগ্রাম টেস্টেন চতুর্থ দিনে ৮ উইকেটে ২২৩ রান করেছে বাংলাদেশ। এরপরই দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে টাইগাররা। এতে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজকে ৩৯৫ রান করতে হবে। প্রথম ইনিংসে ৪৩০ রানে অলআউট হয় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ২৫৯ রানে অলআউট হয়।

৩ উইকেটে ৪৭ রান নিয়ে কাল তৃতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। দিনের প্রথম সেশনে ২৯ ওভারে মুশফিকের (১৮) উইকেট হারিয়ে ১০২ রান তোলে মুমিনুল হকের দল। সেঞ্চুরি তুলে নেন মুমিনুল হক (১১৫)। ৬৯ রানে আউট হন লিটন দাস।

দলীয় ২০৬ রানে লিটন আউট হন লিটন। ১৭ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে অলআউট হওয়ার শঙ্কা পেয়ে বসেছিল বাংলাদেশকে। এর মধ্যেই দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন অধিনায়ক মুমিনুল। ৩টি করে উইকেট নেন রাকিম কর্নওয়াল ও জোমেল ওয়ারিক্যান।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ৩১৭ রানের লক্ষ্য টপকে জয়ের নজির আছে। অর্থাৎ, ওয়েস্ট ইন্ডিজকে জিততে হলে রীতিমতো রেকর্ড গড়তে হবে।

চট্টগ্রাম টেস্টে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে নিজের ১০ম সেঞ্চুরি তুলে নেন বাংলাদেশ অধিনায়ক। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি এখন মুমিনুলের। তামিম ইকবালকে (৯) টপকে যান তিনি।

 

Leave A Reply

Your email address will not be published.