খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে খালেকুজ্জামান তোতা বলেন, আমি ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। পাঁচবার ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছি। এত দিন ইউনিয়ন পর্যায়ে কাজ করেছি যার কারনে এখানকার জনগণ আমাকে আরও বড় পরিসরে কাজ করে এলাকার উন্নয়ন করাতে চায়।
ছলিম উদ্দিন তরফদার বলেন, আমি ৪০ বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। মহাদেবপুরের চেরাগপুর ইউনিয়ন পরিষদে (ইউপি) সদস্য নির্বাচিত হয়েছি, এরপর তিনবার ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছি। গত ২০১৪ সালে আওয়ামী লীগের প্রার্থী আকরাম হোসেন চৌধুরীকে পরাজিত করে আমি এমপি হয়েছি। গত নির্বাচনেও নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে বিপুল ভোটে জয়ী হয়েছি।