৭ দিন গোসল না করে এবার কৌশানির সঙ্গে রোমান্স করবেন শান্ত
‘প্রিয়া রে’ সিনেমার প্রথম লটের শুটিংয়ের জন্য টানা ১৩ দিন গোসল করেননি তরুণ চিত্রনায়ক শান্ত খান। নিজের গ্ল্যামার লুক থেকে বের হয়ে চরিত্রের প্রয়োজনে এমনটা করতে হয়েছিল তাঁকে।
আজ থেকে চাঁদপুরে সিনেমাটির শেষ লটের শুট শুরু হয়েছে। চিত্রনায়ক শান্ত খান এনটিভি অনলাইনকে জানিয়েছেন, এবার তাঁকে গোসল ছাড়া থাকতে হবে টানা সাত দিন।
কলকাতার কৌশানি মুখোপাধ্যায় সিনেমাটিতে শান্ত খানের নায়িকার চরিত্রে অভিনয় করছেন। পরিচালক পূজন মজুমদার জানিয়েছেন, ‘গেল অক্টোবরে সিনেমাটির প্রথম লটে মারামারি আর সংগ্রামের দৃশ্যগুলোর শুট করেছি। এ লটে আমরা কৌশানির সঙ্গে শান্তর রোমান্সের অংশের শুট করব।’
জানা গেছে, ৩০ নভেম্বরের মধ্যে সিনেমাটির শুট শেষ হবে। চাঁদপুরের পর সিনেমাটির গানের শুট হবে সাজেকে।
সিনেমায় শান্ত খানকে নূরু রাখালের চরিত্রে দেখা যাবে। আর, কলকাতার কৌশানি মুখোপাধ্যায় অভিনয় করছেন চেয়ারম্যানের মেয়ে চরিত্রে।
শুধু কৌশানি নন, কলকাতার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত, খরাজ মুখার্জিও এ সিনেমায় অভিনয় করছেন। শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমাটি ভালোবাসা দিবসে মুক্তির পরিকল্পনা রয়েছে।
Comments are closed.