৮ ঘণ্টা হোটেলে সেবা দিয়ে ৫০০ রুপি- সামান্থা!

২১৪
দক্ষিণ ভারতীয় চিত্রনায়িকা সামান্থা। ছবি : ইনস্টাগ্রাম থেকে

দক্ষিণ ভারতীয় সিনেমা অঙ্গনের অন্যতম জনপ্রিয় মুখ সামান্থা রুথ প্রভু। শোনা যায়, ব্লকবাস্টার ‘পুষ্প : দ্য রাইজ পার্ট ১’ সিনেমার আইটেম গান ‘ও অন্তভ’-তে মাত্র তিন মিনিট নেচে নিয়েছিলেন সাড়ে পাঁচ কোটি টাকা! সেই সামান্থার প্রথম উপার্জন কত টাকা ছিল জানেন?

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, টলিউডের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী সামান্থা। আর তাঁর প্রথম উপার্জনের অর্থ ছিল মাত্র ৫০০ রুপি।

ওই ৫০০ রুপি উপার্জন করেছিলেন যখন সামান্থা একাদশ বা দ্বাদশ শ্রেণিতে পড়েন, এমন সময়ে। কাজ করতেন একটি হোটেলে।

সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভ সেশনে এক ভক্ত সামান্থাকে জিজ্ঞেস করেন, প্রথম স্যালারি কত পেয়েছিলেন। সামান্থা বলেন, তাঁর প্রথম ইনকাম ছিল ৫০০ রুপি। আয়োজনটা ছিল একটি কনফারেন্স। তো এক হোটেলে তিনি আট ঘণ্টা সেবিকার কাজ করেছিলেন। তখন তিনি একাদশ বা দ্বাদশ শ্রেণিতে পড়তেন। এটিই ছিল তাঁর প্রথম উপার্জন।

সামান্থার হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। এর মধ্যে রোমান্টিক সিনেমা ‘কুশি’ তেলেগু, তামিল, কন্নড় ও মালয়ালাম ভাষায় মুক্তি পাবে আগামী ২৩ ডিসেম্বর। সিনেমার গল্প ও পরিচালনার দায়িত্বে আছেন শিব নির্বাণ।

Comments are closed.