৮ সন্তানের জননীকে ইউএনও’র অর্থ সহায়তা

0 ৭৪

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের হাপ পাঁচিল গ্রামের হত দরিদ্র ৬ সন্তানের জনক মাজেদা বেগম কে নগদ টাকা ও এক মাসের বাজার করে দিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান এবং থাকার জন্য ঘর ও বিধবা ভাতার কার্ডের ব্যবস্থ করে দিলেন। ইউএনও এই মহতী উদ্দ্যোগ এলাকায় ব্যাপক প্রসংসা জুগিয়েছেন ।
জানা গেছে, উপজেলার ভাঙ্গনন কবলিত এলাকা বলে খ্যাত ৮ সন্তানের জনক মাজেদা বেগম (৪৮) তার স্বামী রমজান আলী তিন বছর আগে মারা যায় । সন্তানদের নিয়ে খেয়ে না খেয়ে দিনাতিপাত করত । যমুনা ভাংগনে ঘরবাড়ি বিলীন হওয়ায় বর্তমানে হাট পাঁচিল ওয়াপদা বাঁধে খুপড়ির মধ্যে আশ্রয় নিয়ে বসবাস করতে থাকে । সন্তানদের চিন্তায় নিরবে কান্নাকাটি করত মাজেদা বেগম । পরিবারে অভাবের কারনে সে কোনদিন ভাতের ফ্যান খেয়ে দিন কাটাত । তার এই কষ্টের কথা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রচার হলে ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসারের নজরে আসে । গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) ইউএনও মোঃ কামরুজ্জামান নিজ হাতে বাজার করে মাজেদার জন্য চাউল, ডাউল, চিনি, লবন,হলুদ, মরিচ , তেল, সাবান সহ ১ মাসের বাজার করে নিয়ে প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজেদার কুঁড়ে ঘরে প্রবেশ করে । এ সময় তাকে নগদ ১০ হাজার টাকা ও বাজার তুলে দেয় । এত বড় বিশাল পেয়ে মাজেদা বেগম ও তার ছেলে মেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে । মাজেদা বেগম বলেন, যমুনা ভাঙ্গনে ঘরবাড়ি বিলীন হয়ে গেছে স্বামীও মারা গেছে , ৮ সন্তান নিয়ে চরম কষ্টে আছি । আমাকে যে থাকার ব্যাবস্থা এবং বিধবা ভাতার কার্ড করে দিবে আমি এর চেয়ে বড় আনন্দ আর পাব না । ইউএনও বলেন, তার কষ্টের কথা জানতে পেরে তাকে আমি সহযোগীতা করেছি মাত্র । তবে তার বিধবা ভাতা সহ তার থাকার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দিব । এলাকার মানুষ জানায় ইতিপূর্বে আমাদের কেউ খোজ রাখেনি অথচ একজন বড় কর্মকর্তা গরীবের বাড়িতে এসে এভাবে সহযোগীতা করবে আমরা তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব ।

Leave A Reply

Your email address will not be published.