অক্টোবরে মুক্তি পাবে আরিফিন শুভর ‘ব্ল্যাক ওয়ার’

২০৩

মুক্তির দিনক্ষণ চূড়ান্ত ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ অভিনীত বহুল প্রতীক্ষিত ‘মিশন এক্সট্রিম’-এর দ্বিতীয় পর্ব ‘ব্ল্যাক ওয়ার’। অক্টোবরের মাঝামাঝি সিনেমাটি দেশে-বিদেশের প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাবে।

এনটিভি অনলাইনকে এই তথ্য নিশ্চিত করে সিনেমাটির অন্যতম প্রযোজক ও পরিচালক সানী সানোয়ার বলেন, ‘অক্টোবরে মুক্তি আমরা আগেই চূড়ান্ত করেছিলাম। আজ সেই ঘোষণা এসেছে, আমাদের বেশ কিছু সিনেমা মুক্তি পাবে সেপ্টেম্বর-অক্টোবরে; সে কারণে এখনও মুক্তির তারিখ চূড়ান্ত করেনি। সবার সঙ্গে আলোচনা করেই তারিখ ঘোষণা করব আমরা, যাতে কোনও সিনেমার ক্ষতি না হয়।’

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা আরিফিন শুভ বলছেন, ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমার অ্যাকশনে চমক থাকবে।

এর আগে জুনের শেষে ফার্স্টলুক পোস্টার প্রকাশের মাধ্যমে এরই মধ্যে সিনেমাটির প্রচারণা শুরু হয়। কপ ক্রিয়েশন প্রযোজিত ‘মিশন এক্সট্রিম’র দুটি পর্বই সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমায় প্রথম পর্বের গল্পের সমাপ্তি ঘটবে বলে জানিয়েছেন পরিচালকদ্বয়।

‘ব্ল্যাক ওয়ার’-এ অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, রাশেদ খান অপু, দীপু ইমাম, এহসানুর রহমান, ইমরান সওদাগর প্রমুখ।

২০২১ সালের ৩ ডিসেম্বর মুক্তি পায় ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্ব।

Comments are closed.