অক্সিজেনের অভাবে দিল্লির এক হাসপাতালে ২০ করোনা রোগীর মৃত্যু

0 ২৮২
ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন ব্যাপকভাবে বাড়ছে। রাজধানী দিল্লিসহ দেশের বহু হাসপাতাল করোনা রোগীর চিকিৎসায় হিমশিম খাচ্ছে। ছবি : রয়টার্স

ভারতের রাজধানী দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে অক্সিজেনের অভাবে ২০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিদিন বিকেল সাড়ে ৫টা নাগাদ বরাদ্দকৃত অক্সিজেন পায় হাসপাতালটি। কিন্তু, গতকাল শুক্রবার তা পেতে পেতে মধ্যরাত পেরিয়ে যায়। এরপরও সেখানে বরাদ্দের ৪০ শতাংশ অক্সিজেন দেওয়া হয়েছে।

 

অক্সিজেনের অভাবে এখনও ২০০ জনের বেশি রোগী সংকটাপন্ন অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে হাসপাতালটির কর্তৃপক্ষ।

 

জয়পুর গোল্ডেন হাসপাতালের চিকিৎসক দিপ বালুজা হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘আমরা ২০ জন রোগীকে হারিয়েছি, যাদের অধিকাংশ ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন। রাত ১০টার দিকে তরল অক্সিজেন শেষ হয়ে গেলে মূল পাইপলাইনের সঙ্গে আমরা সিলিন্ডার যুক্ত করে দেই। কিন্তু তাতে সরবরাহে ঘাটতি পড়ায় রোগীরা বাঁচতে পারেননি।’

দিল্লির বিভিন্ন হাসপাতালে অক্সিজেনের হাহাকারের খবর এখন সর্বজনবিদিত। কয়েকদিন আগে শ্রী গঙ্গারাম হাসপাতালে ২৫ জন করোনা রোগীর মৃত্যু হয়েছিল।

 

অক্সিজেন না থাকায় দিল্লির বেশ কয়েকটি সুপার স্পেশালিটি হাসপাতাল রোগী ভর্তি নিতে পারছে না। এমনকি হাসপাতাল থেকে রোগীদের ছেড়ে দেওয়া হচ্ছে। এমন অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে হাতজোড় করে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

 

এদিকে, আজ শনিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে একদিনে রেকর্ড সংখ্যক তিন লাখ ৪৬ হাজার ৭৮৬ জনের করোনা ধরা পড়ে। এ নিয়ে দেশটির মোট এক কোটি ৬৬ লাখ ১০ হাজার ৪৮১ জন করোনায় আক্রান্ত হলো। এদের মধ্যে এ পর্যন্ত এক লাখ ৮৯ হাজার ৫৪৯ জনের মৃত্যু হয়েছে।

 

Leave A Reply

Your email address will not be published.