অঘটন ঘটিয়ে বার্সাকে ছিটকে সেমিতে রোমা

0 ৫৯৮

খেলাধুলা ডেস্ক : ইউরোপ সেরার দৌড়ে হেভিওয়েট বার্সাকে ছিটকে দিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে পৌঁছে গেল ইতালির দল রোমা৷ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের লড়াইয়ে মেসি,সুয়ারেজরা খাতাই খুলতে পারলেন না৷ জেকো, দি রোসি ও কোস্তাসের গোলে ৩-০ বার্সাকে হারল রোমা৷

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রোমাকে ৪-১ ব্যবধানে হারিয়েছিল বার্সেলোনা৷ তাই সেমিতে যাওয়ার জন্য ইতালির ক্লাবটিকে শুধু হারালেই হত না রাখতে হত বড় ব্যবধান৷ একপ্রকার অসাধ্য সাধন করে মেসিদের চ্যাম্পিয়নস লিগের লড়াই থেকে ছিটকে দিয়ে সেমি ফাইনালে পৌঁছল রোমা৷

বুধবার শুরু থেকেই বলে নিজেদের নিয়ন্ত্রণ রাখছিল রোমা৷ ম্যাচের ছ’মিনিটে রোসির বাড়ানো বল বিপক্ষের জালে জড়িয়ে দেন রোমার বসনিয়ান স্ট্রাইকার জেকো৷ চ্যাম্পিয়নস লিগে বার্সার বিরুদ্ধে এই নিয়ে শেষ তিন ম্যাচে গোল করলেন জেকো৷ ১-০ এগিয়ে গিয়েই খেলার প্রথমার্ধ শেষ করে রোমা ৷ ম্যাচের দ্বিতীয়ার্ধে আত্মবিশ্বাসী রোমার প্লেয়াররা বার্সার উপর চাপা বাড়াতে থাকে৷ মেসিদের দূর্বল রক্ষণের সুযোগ নিয়ে বারবার বল নিয়ে বার্সার গোলের কাছে পৌঁছে যাচ্ছিল জেকো, রোসিরা৷ ৫৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ড্যানিয়েল ডি রোসি৷ বার্সাকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেয় কোস্তাস মনোলাসের গোল৷ ৮২ মিনিটে কোনাকুন হেডে গোল করেন মনোলাস৷ এরপর ৩-০ ব্যবধান আর কমানো সম্ভব হয়নি বার্সার পক্ষে ৷ দুই লেগে বার্সা ও রোমার গোল পার্থক্য ৪-৪ হলেও অ্যাওয়ে গোলের হিসেবে বাড়তি সুবিধা পেয়ে সেমিফাইনালে যায় রোমা৷

Leave A Reply

Your email address will not be published.