অনির্দিষ্টকালের জন্য বন্ধ জাবি, বিকেলের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

0 ৬১০

 

 

 

 

 

 

 

 

 

ফাইল ফটো

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: উপাচার্যের পদত্যাগ তথা অব্যাহতির দাবিতে দুর্নীতিবিরোধী লাগাতার বিক্ষোভ আন্দোলনের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। এদিন দুপুর আড়াইটার দিকে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও সিন্ডিকেট সচিব রহিমা কানিজ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার উপাচার্য ফারজানা ইসলামের অপসারণ দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনার পরপরই সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এদিকে বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্তের বিরোধিতা করে নারী ও আহত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অভিমুখে মিছিল বের করেছে। দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে বেশ কিছুদিন ধরেই ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন চলছে। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার ভিসির বাসভবনের সামনে অবস্থান নেয় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে জাবি শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে এসে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়।ব্রেকিংনিউজ
এসময় নীরব ভূমিকা পালন করে পুলিশ। তাতে উপাচার্যপন্থি শিক্ষক-কর্মকর্তারা ‘ধর ধর জবাই কর’ শ্লোগানে হামলাকারীদের উৎসাহ দিতে দেখা যায়। ভিসির বাসভবন ঘেরাও করে আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীরা। গতকাল সোমবার থেকে তারা ভিসির বাসভবনের সামনে অবস্থান নেয়। মঙ্গলবার বেলা ১১টার দিকে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালালে শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীসহ অন্তত ৩৫ জন আহত হন।
এ ব্যাপারে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ মঞ্চের মুখপাত্র অধ্যাপক রায়হান রাইন সাংবাদিকদের বলেন, ‘প্রথমে উপাচার্যপন্থি শিক্ষকদের একটি দল আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। তারা ব্যর্থ হলে পরে ছাত্রলীগের ক্যাডারদের পাঠানো হয়। ছাত্রলীগের ন্যক্কারজনক হামলায় বহু শিক্ষক-শিক্ষার্থী আহত হয়েছে। আমরা এই হামলাবাজ উপাচার্যের দ্রুত অপসারণের দাবি জানাচ্ছি।’

Leave A Reply

Your email address will not be published.