অনুমতির জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করুন: বিএনপিকে কাদের

0 ১,৩৩৯

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১২ নভেম্বর বিএনপি আহুত সমাবেশের অনুমতির ব্যাপারে দলটিকে শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, ‘অনুমতি দেবে পুলিশ। আওয়ামী লীগ তো অনুমতি দিতে পারবে না। অতীতে আমাদের সমাবেশেরও অনুমতি দেয়নি পুলিশ। আমাদের বলেছে নিরাপত্তা সমস্যা আছে। তাই আমরা আমাদের সমাবেশ ১৮ তারিখে নিয়ে গেছি ৯ তারিখের পরিবর্তে।’
বুধবার (৮ নভেম্বর) বিকেলে জাতীয় জাদুঘরে বঙ্গবন্ধুর ভাষণ এর ইউনেস্কোর স্বীকৃতি উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা বিরোধী দলে থাকার সময় ২১ ফেব্রুয়ারি ৩ দিনের কর্মসূচি হাতে নিয়েছিলাম। কিন্তু তখন তা বন্ধ করে দেয়া হয়েছিল। আমাদেরও অনুমতি দেওয়া হয়নি। হাওয়া ভবনে বসে রক্তাক্ত করা হয়েছিল আমাদের সমাবেশ। এখন তো কথায় কথায় গণতন্ত্রের কথা বলা হচ্ছে। জানতে চাই- সেইদিন গণতন্ত্র কোথায় ছিল?’
আওয়ামী লীগ বিরোধী দলে থাকা অবস্থায় মিছিল-সমাবেশের অনুমতি দেওয়া হয়নি উল্লেখ করে সেতুমন্ত্রী আরও বলেন, ‘আমরা বহুবার অনুমতি চেয়েছি। অনুমতি দেওয়া হয়নি। যদিও শেষ পর্যন্ত অনুমতি দিয়ে সমাবেশ পণ্ড পুলিশ দিয়ে লাঠিচার্জ করানো হয়েছিল।’
২১ আগস্টের কথা মনে করিয়ে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা অফিসের সামনে সমাবেশ করছিলাম। তখন আওয়ামী নেতাকর্মীদের রক্তাক্ত করার হয়েছিল। মানুষ মারা হয়েছিল বোমা মেরে। বিএনপিকে তো আর এখনও এমন অবস্থায় পড়তে হয়নি।’
বিএনপিকে জিয়াউর রহমানের মাজারে যেতে বাধা দেওয়া হয়নি দাবি করে কাদের বলেন, ‘স্বরাষ্টমন্ত্রী আমাকে নিজে বলেছেন জিয়ার মাজারে যেতে অনুমতি দেওয়া হয়েছে। কোনও বাধা দেওয়া হবে না। কিন্তু বিএনপি না গিয়ে বলছে সরকার অনুমতি দেয়নি। মিথ্যা কথা বলছে বিএনপি।’ ব্রেকিংনিউজ

Leave A Reply

Your email address will not be published.