অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডের নাগরিক

0 ১,৫৮২

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী বার্নাবি জয়েসের নিউজিল্যান্ডের নাগরিকত্ব রয়েছে বলে জানিয়েছে কিউই সরকার। অস্ট্রেলিয়ান আইন অনুযায়ী কোনো ব্যক্তির দ্বিতীয় কোনো দেশের নাগরিকত্ব থাকলে সে দেশটির সরকারি পদে থাকতে পারবেন না।
তাই এবার জয়েসের পদ হুমকির মুখে পড়েছে। এর আগে জয়েস জানিয়েছেন বংশধরদের কারণে তার নিউজিল্যান্ডের নাগরিকত্ব থাকতে পারে। তাই এই বিষয়টি নিয়ে তিনি উচ্চ আদালতে যাওয়ার কথা বলেছেন।
জয়েস যদি তার পদ থেকে অপসারিত হন তাহলে প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সরকার তার ক্ষমতা হারানোর শঙ্কায় পড়বে।
নিউজিল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডুনে অস্ট্রেলিয়ান মিডিয়ার কাছে জানিয়েছেন, কোনো শিশু নিউজিল্যান্ডে জন্মগ্রহণ করলে স্বয়ংক্রিয়ভাবে তাকে দেশটির নাগরিকত্ব দেয়া হয়।
তবে জয়েস বলেছেন, তিনি এই বিষয়ে আইনি পরামর্শ গ্রহণ করবেন। একইসঙ্গে তিনি ডেপুটি প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করবেন।
দ্বৈত নাগরিকত্বের সর্বশেষ শিকার হলেন জয়েস। তার আগে দুই সিনেটর স্কট লুদলাম এবং লারিসা ওয়াটার্স দ্বৈত নাগরিকত্বের কারণে ক্ষমতাচ্যুত হয়েছেন।- বিবিসি।

Leave A Reply

Your email address will not be published.