আইসিসির চেয়ারম্যান নির্বাচনে আবার সৌরভের নাম আলোচনায়

১৮৭
বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। ছবি : সংগৃহীত

বেশ কিছুদিন ধরেই বিষয়টি আলোচনায়, আইসিসির চেয়ারম্যান হতে পারেন সৌরভ গাঙ্গুলী। এবার তাঁর নাম আরও জোরালভাবে এসেছে। সবকিছু ঠিক থাকলে আইসিসির পরবর্তী নির্বাচনে তিনি প্রার্থী হতে পারেন।

ক্রিকবাজের খবরে জানা গেছে, সম্প্রতি আইসিসির সভায় আলোচনা হয় বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলে আবার এই পদে থাকবেন কি না। নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, বার্কলে এবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এ ব্যাপারে বার্কলে বলেন, ‘হ্যাঁ একেবারে ঠিক। নভেম্বরে বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে। আমি আরও দুই বছরের জন্য এই পদে থাকতে চাই, যদি বোর্ড আমাকে আবার নির্বাচিত করে।’

এদিকে আলোচনায় এসেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) একজন প্রার্থী করবে। তাই সৌরভের নাম আলোচনায় আসে।

অবশ্য বিসিসিআই এখনো এ ব্যাপারে কোনো ঘোষণা দেয়নি। সৌরভও কোনো মন্তব্য করেননি।

ভারতীয় সংবাদমাধ্যমে খবর, বিভিন্ন দেশের বোর্ডের সঙ্গে সৌরভের সম্পর্ক বেশ ভালো। আইসিসির চেয়ারম্যান হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে থাকবেন তিনি।

আইসিসির চেয়ারম্যান নির্বাচনে ১৬ ভোট। নয় ভোট পেলেই নির্বাচিত হবেন কোনো প্রার্থী। আগামী ১৩ নভেম্বর মেলবোর্নে আইসিসির নতুন চেয়ারম্যান নির্বাচিত হবেন।

নতুন চেয়ারম্যানের মেয়াদ হবে দুই বছর। ২০২২ সালের ১ ডিসেম্বর থেকে শুরু হবে তাঁর মেয়াদ।

Comments are closed.