আটঘরিয়ায় সিসিডিবি’র উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত ২২জন কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও শিক্ষা বৃত্তি প্রদান

১৪২

মাসুদ রানা, আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি : পাবনার আটঘরিয়ায় সিসিডিবি’উদ্যোগে ২০২১ সালের এসএসসি/এইচএসসি পাশের জিপিএ-৫ প্রাপ্ত ২২জন কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। সিসিডিবি-এমএফপি পাবনার অঞ্চল এর আয়োজনে এসময় সংবর্ধনা ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা নিবার্হী অফিসার মাকসুদা আক্তার মাসু।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা জোনাল ম্যানেজার রনজিত কুমার সাহা, দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন, আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাধন শিক্ষক বেলাল উদ্দিন খাঁন, দেবোত্তার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষা মাহবুবা খাতুন মায়া প্রমূখ। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন এলাকা সমন্বয়কারি হেলাল উদ্দিন। সঞ্চালনায় ছিলেন শাখা ব্যবস্থাপক সেলিম হোসেন।

এসময় প্রোগ্রাম অফিসার সুদীপ মন্ডল, মুলাডুলি শাখা ব্যবস্থাপক দেলোয়ার হোসেন, চাটমোহর শাখা ব্যবস্থাপক সাইফুদ্দিন, জালালপুর শাখা ব্যবস্থাপক মোকলেছুর রহমান, ভাঙ্গুড়া শাখা ব্যবস্থাপক আব্দুল হালিম, হিসাব রক্ষক মোয়াজ্জেম হোসেন, মাঠ সংগঠক উজ্জল হোসেন, নিজাম উদ্দিন, তাবারক হোসেন, রোজিনা খাতুন সহ অভিভাবক ও এলাকার সুধিজন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এলাকা সমন্বয়কারি হেলাল উদ্দিন জানান, সিসিডিবি’র উদ্যোগে এসএসসি/এইচএসসি পাশের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও শিক্ষা বৃত্তি প্রদান করে থাকে। এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের ৪ হাজার টাকা, এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের ৫ হাজার টাকা এবং শারীরিক প্রতিবন্ধী আটঘরিয়া সরকারি অনার্স কলেজের শিক্ষার্থী তানিয়া খাতুনকে ৬ হাজার টাকা প্রদান করা হয়।

Comments are closed.