আফগানিস্তান সিরিজ স্থগিত করতে বিসিবির অনুরোধ

0 ৩৩
বাংলাদেশ ও আফগানিস্তান দল। ছবি : আইসিসি

গত মার্চে আফগানিস্তান সিরিজটি স্থগিত করার খবর এসেছিল। যদিও বিশ্বকাপের মাঝপথে জানানো হয় সেই হোম সিরিজটি আয়োজনের বন্দোবস্ত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আগামী জুলাইতে ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা সিরিজের ম্যাচগুলো। তবে, সেই সিরিজ নিয়ে ফের মিলল দুঃসংবাদ। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিরিজটি স্থগিত করার অনুরোধ জানিয়েছে বলে জানা গেছে।

গতকাল সোমবার (২৪ জুন) এক প্রতিবেদনে ক্রিকইনফো জানায়, বিসিবির মতে ভারতের সেই সময়ের আবহাওয়া আন্তর্জাতিক সিরিজ খেলার জন্য উপযুক্ত নয়। জুন থেকে সেপ্টেম্বর বর্ষার মৌসুম হওয়ায় উপমহাদেশে এই সময়টাকে অফ সিজন হিসেবে বিবেচনা করা হয়। কারণ এ সময়ে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে। কন্ডিশনের পাশাপাশি ক্রিকেটারদের ওয়ার্কলোডের কথাও মাথায় রাখছে বিসিবি।

সূচি অনুযায়ী, আফগানিস্তান সিরিজের পরই আগস্টের মাঝামাঝি সময়ে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। যেখানে দুটি ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শান্তরা। পাকিস্তানের পর বাংলাদেশকে খেলতে হবে ভারতের বিপক্ষে। সেই সফরেও তিন টি-টোয়েন্টি পাশাপাশি দুটি টেস্ট খেলবেন সাকিবরা। সবমিলিয়ে বেশ ব্যস্ত সময় পার করবেন চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।

Leave A Reply

Your email address will not be published.