আরও বাড়ছে লকডাউন!

0 ৪৯৫

৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত ৭ দিনের লকডাউনে করোনা পরিস্থিতির বিশেষ উন্নতি না হওয়ায় ১৪-২১ এপ্রিল সারা দেশে সর্বাত্মক লকডাউন চলছে। তৃতীয় ধাপে আরও এক সপ্তাহ লকডাউন বাড়ানোর চিন্তাভাবনা করছে করছে সরকার।

রবিবার (১৮ এপ্রিল) দুপুরে এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেছেন, ‘লকডাউন বাড়ানোর পরামর্শ তো আছেই। তবে সোমবার আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’

এরইমধ্যে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউন বাড়ানোর সুপারিশ করেছে। অন্যদিকে পবিত্র রমজানে দোকানপাট, শপিংমল খোলা রাখাসহ বিভিন্ন পেশাজীবীর পক্ষ থেকে লকডাউন শিথিল করার চাপও রয়েছে।

আগামীকাল সোমবার (১৯ এপ্রিল) আন্তঃমন্ত্রণালয়ের ভার্চুয়ালি সভায় তথ্যভিত্তিক সার্বিক পর্যালোচনা শেষে লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘একেক এলাকায় একেক ধরনের প্রকোপ ও আক্রান্ত হার। সব বিষয় ধরে তথ্যভিত্তিক আলোচনার পর প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ যাবে। তারপর তিনি লকডাউন বিষয়ে সিদ্ধান্ত দেবেন।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমাদের মধ্যে সবাই যদি মাস্ক পরতো এবং সামাজিক দূরত্ব বজায় রাখতো তাহলে এতো সংক্রমণ হতো না। যতক্ষণ পর্যন্ত করোনা জিরোতে না যাবে ততদিন পর্যন্ত নিজস্ব সুরক্ষার জন্য প্রত্যেককে ডাবল মাস্ক পরতে হবে এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।’

 

Leave A Reply

Your email address will not be published.