আরও ১৬ বীরাঙ্গনা বীর মুক্তিযোদ্ধার তালিকায়

0 ২৮০

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্যাতিত আরও ১৬ বীরাঙ্গনার নাম বীর মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করেছে সরকার।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় গত ৬ জুন এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে। এ নিয়ে মোট ৪১৬ জন বীরাঙ্গনা বীর মুক্তিযোদ্ধার তালিকায় স্থান পেলেন। বীরাঙ্গনারা প্রতি মাসে সরকারি ভাতাসহ বীর মুক্তিযোদ্ধাদের মতো অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

 

এর আগে বীরাঙ্গনা বীর মুক্তিযোদ্ধাদের বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছিলেন, সরকার ৪০০ থেকে ৫০০ জন বীরঙ্গনার তালিকা নিয়ে কাজ করছে। পর্যায়ক্রমে সবাইকে বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হবে।

 

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় তিন দফায় বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। এতে এক লাখ ৬৬ হাজার ৪১ জন বীর মুক্তিযোদ্ধার নাম প্রকাশ করেছে সরকার।

 

Leave A Reply

Your email address will not be published.