আশরাফুল ইসলাম বাবুলের মৃত্যুতে রাসিক মেয়রের শোক

0 ৫৯

শোক বার্তা: রাজশাহী জেলার বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বুধবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র।

শোক বিবৃতিতে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মহোদয় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আশরাফুল ইসলাম বাবুল এর মৃত্যুর খবর পেয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে যান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় মরহুমের মরহুমের ছেলেকে শান্তনা দেন ও তার প্রতি সমবেদনা প্রকাশ করেন রাসিক মেয়র।

এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী কামাল, যুগ্মসাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াসমিন আরাফাত সৈকত, মহানগর শ্রমিক লীগের সভাপতি মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক মোঃ আকতার আলী, রাজশাহী সিটি কর্পোরেশনের  প্যানেল মেয়র-১ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ আব্দুল মোমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুজ্জামান,

৮নং ওয়ার্ড কাউন্সিলর জানে আলম জনি, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব, মহানগর ছাত্রলীগের সভাপতি নুর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডাঃ সিরাজুম মুবিন সবুজ, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ডাঃ শুভ কুমার মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ নাহিদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.