আ.লীগ জোর করে রায় পাল্টানোর চেষ্টা করছে

0 ১,৪৯১

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : ক্ষমতাসীন আওয়ামী লীগ ‘জোর-জবরদস্তি’ করে ষোড়শ সংশোধনী বাতিলের রায় পাল্টানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার এক দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
গত ৮ আগস্ট লন্ডনের মুরফিল্ড আই হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চোখে অস্ত্রোপচারের পর তার আরোগ্য কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এর আয়োজন করে।
রিজভী বলেন, ‘যদি রিভিউ করতে হয়, তারও একটি আইনগত প্রক্রিয়া আছে। কিন্তু গায়ের জোরে! ক্ষমতাসীনরা প্রধান বিচারপতির বিরুদ্ধে আজে-বাজে কথা-বার্তা বলছেন। অন্যায় কথা-বার্তা বলছেন। জোর করে মনে হচ্ছে যে, তার(প্রধান বিচারপতি) কাছ থেকে রায় পাল্টে দিতে চাচ্ছে।’
বিএনপির এই মুখপাত্র বলেন, ‘এটা হবে না, এটা হতে পারে না। এদেশের মানুষ এটা আর কোনও দিন হতে দেবে না। আমরা শুধু এইটুকুই বলতে চাই, অন্যায়ভাবে, জোর করে, জবরদস্তি করে যে কাজ করানোর প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি; আজকে আওয়ামী লীগের নেতৃবৃন্দের যে হুমড়ি-তুমড়ি ও রাগে-ক্ষোভে দুঃখের তাদের যে তৎপরতা আমরা দেখতে পাচ্ছি; এটা আর চলবে না সেদিন শেষ হয়ে গেছে।’
দুঃশাসন জারি রাখতেই ষোড়শ সংশোধনী বাতিলের রায় বদলানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী।তিনি বলেন, ‘ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পরে একটা ঘোমট অবস্থা থেকে, একটা ভয়ংকর বিষবাষ্প থেকে একটা বিশুদ্ধ নিঃশ্বাস ফেলার সুযোগ সৃষ্টি হয়েছে। সে সুযোগ ক্ষমতাসীনরা ধ্বংস করে দিতে চান। এটা ধ্বংস করলে তো একদলীয় শাসন টিকে থাকবে। এক ব্যক্তির শাসন টিকে থাকবে। বিরোধী দলকে নিশ্চিহ্ন করার সুযোগ থাকবে। গুম হবে, কেউ আপিল করতে পারবেন না। অপহরণ হবে কেউ আইনের আশ্রয় নিতে পারবেন না। এই ব্যবস্থা, এই যে দুঃশাসন জারি রাখার জন্যই ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে আজকে আওয়ামী লীগের নেতারা ওলোট-পালোট করতে চাচ্ছেন।’
আইন কমিশনের চেয়ারম্যান এ বি এম খায়রুল হকের সমালোচনা করে রিজভী বলেন,  ‘খায়রুল হক কে? তিনি হচ্ছেন আওয়ামী লীগের দলীয় রাজনীতির ঠিকাদার, তল্পিবাহক। আপনি ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে প্রতিক্রিয়া দিয়েছেন। কি লজ্জাকর ব্যাপার। কেনো?’
রিজভী বলেন, ‘বগুড়ায় তুফানের যে নারী লাঞ্ছনা, আর খায়রুল হকের গণতন্ত্রের যে লাঞ্ছনা একেবারে সমপর্যায়ের। উনি গণতন্ত্র হত্যা করার সুযোগ করে দিয়েছেন, উনি ভোটারবিহীন সরকারের নির্বাচনের সুযোগ করে দিয়েছেন। মাত্র ১০ লাখ টাকা ও আইন কমিশনের চেয়ারম্যানের চাকরির জন্য উনি এই কাজটি করেছেন। নিজের আত্মা আওয়ামী লীগের কাছে বিক্রি করে দিয়েছেন।’
এদিকে নয়া পল্টনে দোয়া মাহফিলে যোগ দিতে আসা স্বেচ্ছাসেবক দলের কয়েকজন কর্মীকে পুলিশ গ্রেফতার করে যায়। এই ঘটনার নিন্দা জানিয়ে রিজভী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে পার্টি অফিসের সামনে থেকে নেতা-কর্মীদের গ্রেফতার করে সরকার মনে করেছে যে, রায় পাল্টে যাবে বা আরও অনেক কিছু হবে। আপনাদের দুঃশাসন অব্যাহত থাকবে- এই সম্ভাবনা একেবারে কম।’
ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে বিএনপি গর্ত থেকে উঠে দাঁড়িয়েছে-বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের এমন মন্তব্যের কড়া সমালোচনাও করেন রিজভী। তিনি বলেন, ‘আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা গতকাল বলেছেন যে, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে বিএনপিকে গর্ত থেকে তোলার ব্যবস্থা হয়েছে। অর্থাৎ তারা(আওয়ামী লীগ) যে আইনের শাসন মানে না- এটা তার বক্তব্য থেকে প্রমাণ হয়েছে।’
তিনি বলেন, ‘ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণে মাননীয় প্রধান বিচারপতি তো সেই কথাই বলেছেন যে, আপনারা আইনের শাসনকে বন্ধ করেছেন। আপনারা দুর্নীতি করেছেন, আপনারা অনাচার সৃষ্টি করেছেন। এখন সেটা প্রকারান্তে আওয়ামী লীগের নেতা প্রমাণ করে দিলেন যে, হ্যা আমরা তাই করি। আমরা সেই রকমেরই দল।’
তিনি বলেন, ‘বিএনপি গর্তের মধ্যে থাকবে কেনো? গণতন্ত্র যদি থাকে একদল সরকারে থাকবে, আরেক দল বিরোধী দলে থাকবে। আবার নির্বাচন হবে বিরোধী দল সরকারি দল হবে জনগণ যদি তাদের সমর্থন করে।’
স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েলের পরিচালনায় অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক এম এ মালেক, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ বক্তব্য রাখেন।ব্রেকিংনিউজ

Leave A Reply

Your email address will not be published.