আ.লীগ বাধা দিলে কারও সমাবেশ করার সুযোগ নেই : হানিফ

১১২
মাহবুব উল আলম হানিফ

আওয়ামী লীগ অন্যের কর্মসূচিতে বাধা দেয় না। আর বাধা দিলে কারও সমাবেশ করার সুযোগ থাকে না বলে জানিয়েছেন, দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

শনিবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর মাদারটেকে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, অন্যের রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়ার রাজনীতি আওয়ামী লীগ করে না। বিএনপি নেতারা কথায় কথায় বলেন আওয়ামী লীগ তাদের সমাবেশে বাধা দেয়। আওয়ামী লীগ বাধা দিলে কারও সমাবেশ করার সুযোগ থাকে না।

তিনি বলেন, দেশে যখন সবকিছু ঠিকঠাক চলছে, তখন আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। স্বাধীনতাবিরোধীদের লক্ষ্য নির্বাচন বানচাল করা। কারণ, তারা নির্বাচন চায় না।

সরকার পতনের দিবাস্বপ্ন বাদ দিয়ে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। জনগণ ভোট দিলে আপনারাই ক্ষমতায় আসবেন, না দিলে ক্ষমতায় আসার সুযোগ নেই।

হানিফ বলেন, বিএনপি সন্ত্রাসী, খুনির দল। তারা যদি দেশকে অশান্ত করতে চায় তাহলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। প্রয়োজন হলে দলের নেতাকর্মীরা আগুন সন্ত্রাস প্রতিহতে এগিয়ে যাবে।

Comments are closed.