ইউক্রেনের কাছে রাশিয়ার তেলের ডিপোতে আগুন

২২৭
রাশিয়ার ব্রেয়ানস্ক শহরে একটি তেল সংরক্ষণাগারে আগুন লাগার ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত

রাশিয়ার ব্রেয়ানস্ক শহরে একটি তেল সংরক্ষণাগারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে দেশটির জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়।

সোমবার স্থানীয় সময় ভোরের আগে সংরক্ষণাগারটিতে আগুন লাগার খবর পাওয়া যায় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইউক্রেনে যুদ্ধের সঙ্গে এই অগ্নিকাণ্ডের কোনো সম্পর্ক আছে কিনা তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

ইউক্রেনের একাধিক হেলিকপ্টার গত সপ্তাহে ওই এলাকার বেসামরিক ভবনগুলোতে হামলা চালিয়ে অন্তত সাতজনকে আহত করে বলে রাশিয়া দাবি করেছিল।

এক বিবৃতিতে রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানায়, তেল পাইপলাইন কোম্পানি ট্রান্সনেফেটের মালিকানাধীন একটি স্থাপনায় রাত ২টার দিকে আগুন লাগে। তবে এ অগ্নিকাণ্ডের কারণে শহরের কোনো অংশের মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার প্রয়োজন হয়নি।

ব্রেয়ানস্ক শহরের বাসিন্দা ৪ লাখের মতো। এই প্রশাসনিক কেন্দ্রটির অবস্থান ইউক্রেন সীমান্ত থেকে ১৫৪ কিলোমিটার দূরে। রাশিয়ার রাজধানী মস্কো থেকে এর দূরত্ব প্রায় ৩৮০ কিলোমিটার।

ইউক্রেনকে ‘নিরস্ত্রীকরণ’ ও ‘নাৎসিমুক্ত’ করার লক্ষ্যে দেশটিতে গত ২৪ ফেব্রুয়ারি থেকে ‘সর্বাত্মক হামলায়’ নামে রাশিয়া। তিন মাসে গড়ানো এই হামলাকে মস্কো ‘বিশেষ সামরিক অভিযান’ বলছে।

Comments are closed.