ইব্রা ভাবলেন তিনিই করেছেন ২৫০০০ গোল

0 ৮৪৮

ibra-25ooo-goals-1খেলাধুলা ডেস্ক : জালাটান ইব্রাহিভোমিচের গোলে প্রিমিয়র লিগে লেখা হয়েছে নয়া ইতিহাস৷ গত রবিবার সোয়ানসির বিরুদ্ধে খেলা ছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের৷লির্বাটি স্টেডিয়ামে ৩-১ ম্যাচ জিতেছে মোরিনহোর দল৷গোলের খরা কাটিয়ে জ্বলে উঠলেন সুইডিশ স্ট্রাইকার ইব্রা৷অপর গোল পল পোগবার৷

ইব্রার গোলেই প্রিমিয়র লিগের স্কোরশিটে লেখা হয়ে গেল ২৫০০০ গোল৷লিগের এই মাইলস্টোন ছোঁওয়ার জন্য ইব্রাকে টুইটারে সবাই শুভেচ্ছা জানিয়েছেন৷ইব্রা মজা করে একটা টুইট করলেন৷সেটা আবার তাঁর ক্লাবই সুন্দর গ্রাফিক্স করে পোস্ট করেছে৷ম্যান ইউ-র স্ট্রাইকার লিখলেন,‘‘আমি ভাবলাম ২৫০০০ গোল আমিই করেছি৷’’১৯৯২-তে ফুটবল মানচিত্রে আর্বিভাব ঘটেছিল প্রিমিয়র লিগের৷২৪ বছরেই এই লিগের জৌলুস আর জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে৷জন্ম দিয়েছে ফুটবল কিংবদন্তিদের৷

এবার দেখে নেওয়া যাক বিশেষ গোলগুলি কারা করেছেন:

১) ১৯৯২-তে ব্রায়ান ডিন শেফিল্ড ইউনাইটেডের হয়ে ম্যান ইউ-র বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম গোলটি করেন৷
২) ১০০ তম গোলটি এরিক ক্যান্টনা করেছিলেন লিডসের হয়ে৷
৩) ১৯৯৩-তেই হয়ে যায় ১০০০ গোল৷ব্ল্যাকবার্নের মাইক নিওয়েল করেছিলেন গোলটি৷
৪) ৪৯৯৯ ও ৫০০০ গোলটি আসে যথাক্রমে অ্যান্ডি টাউনসেন্ড ও ক্রিস সাটনের পা থেকে৷
৫) ১০০০০,১৫০০০,২০০০০ গোল আসে লেস ফার্দিনান্দ, মোরিৎজ ভোল্টজ ও মার্ক অ্যালব্রাইটনের পা থেকেই৷

Leave A Reply

Your email address will not be published.