ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথানত করবে না

0 ৬৭৫

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক : ইরান কখনোই যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর কাছে মাথানত করবে না বলে মন্তব্য করেছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি।
সোমবার (২৩ এপ্রিল) তেহরানে ভারত মহাসাগরীয় দেশগুলোর নৌবাহিনী প্রধানদের সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
বাকেরি বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন প্রান্তে সেনা মোতায়েন ও শক্তির ভাষা ব্যবহারের মাধ্যমে বিশ্বে বিশৃঙ্খলা ছড়িয়ে দিচ্ছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র দায়েশের (আইএস) সহযোগিতায় পশ্চিম এশিয়ার একটা বড় অংশে সংকট সৃষ্টি করেছে। এর ফলে বহু মানুষ নিহত ও বাস্তুহারা হয়েছে।
ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান বলেন, যুক্তরাষ্ট্র কোনো ধরনের আন্তর্জাতিক নীতিমালার তোয়াক্কা করে না। সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন সাম্প্রতিক হামলার মধ্য দিয়ে আবারও এই বাস্তবতা সামনে স্পষ্ট হয়েছে।
তিনি বলেন, ইসরাইল বিনা বাধায় নিজের পরমাণু অস্ত্রভাণ্ডারসমৃদ্ধ করার পাশাপাশি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে প্রতিবেশী দেশগুলোতে আগ্রাসন চালিয়ে যাচ্ছে। তাতে যুক্তরাষ্ট্র কোনো দোষ দেখছে না। কিন্তু সেই যুক্তরাষ্ট্রই অন্য দেশগুলোকে বৈধ ও প্রচলিত প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে এবং এটাকে অপরাধ হিসেবে গণ্য করছে।
ব্রেকিংনিউজ/

Leave A Reply

Your email address will not be published.