‘ইসলামের আলোকে বঙ্গবন্ধু শেখ মুজিব’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন রাসিক মেয়র লিটন

0 ৩৬৪

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে নানকিং কনভেনশন হলে আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষ্যে মাওলানা মোহাম্মদ মাকছুদ উল্লাহ রচিত গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

মেয়র বলেন, ইসলামের বিধান কতটা মেনে চলতেন বঙ্গবন্ধু বইটিতে সেটা তুলে ধরা হয়েছে। বঙ্গবন্ধুর জীবনে ইসলামের প্রতিটি দিক প্রতিফলিত হয়েছে। এরপরও বঙ্গবন্ধু ছিলেন একজন অসাম্প্রদায়িক মানুষ।তিনি বলেন, আজ ঐতিহাসিক ৭ মার্চ বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দিন। সুদীর্ঘকালের আপসহীন আন্দোলনের এক পর্যায়ে ১৯৭১ সালের এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। এ দিন লাখ লাখ মুক্তিকামী মানুষের উপস্থিতিতে জাতির অবিসংবাদিত মহান নেতা বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্র্রাম স্বাধীনতার সংগ্রাম।’ এই ঘোষণার মাধ্যমে বঙ্গবন্ধু এমন মন্ত্রে দিক্ষিত করলেন নিরীহ, নিরস্ত্র বাঙালি জাতি মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেন।

গ্রন্থটির লেখক মাওলানা মোহাম্মদ মাকছুদ উল্লাহ বলেন, বঙ্গবন্ধু ইসলামের মৌলিক বিষয়গুলো বা আকিদা সব মেনে চলতেন । বঙ্গবন্ধুর সবসময়ই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করতেন। এই গ্রন্থ লেখায় রাজনৈতিক কোন অভিসন্ধি নেই। যেটি সঠিক সেটাই তুলে ধরা হয়েছে। বঙ্গবন্ধুর প্রেরণা নিয়ে যদি আমরা এগিয়ে যাই তাহলে বাঙালি কখনো পরাজিত হবে না। বাংলাদেশ হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার দেশ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। অন্যান্যের মধ্যে শাহ মখদুম কলেজের সাবেক অধ্যক্ষ ড. তসিকুল ইসলাম রাজা, কুবিকুঞ্জ ও বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার, রাজশাহী শিক্ষাবোর্ড সচিব প্রফেসর ড. মোয়াজ্জেম হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতি রাজশাহী জেলার সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, স্থানীয় দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, দৈনিক সোনার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত বক্তৃতা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক জিন্নাতুন নেসা তালুকদার, রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, রাজশাহী মডেল স্কুল এ্যান্ড কলেজ অধ্যক্ষ আকবর আলী, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এ্যাড. মকবুল খান ও বদরুজ্জামান রবু, তানোরে মন্ডুমালা পৌরসভা মেয়র গোলাম রাব্বানী, গোদাগাড়ী পৌরসভা মেয়র মনিরুল ইসলাম বাবু, রাসিকের ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নূরুজ্জামান প্রমুখ। স ালনা করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম।

Leave A Reply

Your email address will not be published.