ইস্টার সানডে, খ্রিষ্ট ধর্মের অনুসারীদের পবিত্র দিন আজ

৯১০

আজ পুনরুত্থান রবিবার বা ইস্টার সানডে, খ্রিষ্ট ধর্মের অনুসারীদের পবিত্র দিন।  সকালে নগরীর ডিঙ্গাডোবার বাগানবাড়ি এলাকায় খ্রিস্টযাগ বা বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। খ্রিষ্টযাগের পরে আপন কৃষ্টিতে চলে ইস্টারের শুভেচ্ছা বিনিময়।

ঘরে ঘরে আয়োজন করা হয় দই, চিড়া,মুড়ি-মুড়কির মতো হরেক রকম মুখরোচক আহার সামগ্রী।এতে অংশগ্রহণ করে ঘরের সবাই ও পাড়া–প্রতিবেশী।

খ্রিস্টানদের বিশ্বাস, প্রভু যিশু মানবজাতিকে মুক্তি দিতে এই জগতে এসেছিলেন। যা পুনরুত্থান হিসেবে পরিচিত।

তারা জানান, বড় দিনের পরেই জাকজমকের সাথে পালিত হয় ইস্টার সানডে।দিনটিতে নতুন সাজে ছোট–বড় সবাই পুনরুত্থানের খ্রিষ্টযাগে, তথা উপাসনায় অংশগ্রহণ করে এবং খিস্ট্র পল্লীতে চলে ৭ দিন ধরে নানা আয়োজন।

Comments are closed.