ইয়্যাসের নতুন কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব গ্রহণ

0 ৩৬৫

সংবাদ বিজ্ঞপ্তি (রাজশাহী) : স্বেচ্ছাসেবী গবেষণাধর্মী উন্নয়নমূলক তরুণ সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাসের নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ আজ সোমবার (১৫ মার্চ ২০২১) বিকেলে আনুষ্ঠানিকভাবে তারা দায়িত্ব গ্রহণ করেছেন। নগরীর ভদ্রা আবাসিক এলাকাস্থ বারসিক রাজশাহী রিসোর্স সেন্টার হল রুমে আয়োজিত ‘সবার জন্য বাসযোগ্য নগরী চাই’ শীর্ষক নবীণ ও অভিজ্ঞজনদের মধ্যে মতবিনিময় সভায় তাদের দায়িত্বভার গ্রহণ করেন।

 

সাধারণ সভায় গৃহীত পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী তরুণ সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাসের নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোঃ শামীউল আলীম শাওন, সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল বাশার রজন, অর্থ সম্পাদক মোসাঃ রিনা আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রাকিবুল হাসান রাসেল, কার্যনির্বাহী সদস্য-১ মোসাঃ শান্তা ইসলাম, কার্যনির্বাহী সদস্য-২ মোঃ শাওন ইসলাম সংগঠনের সাংগঠনিক দায়িত্বভার গ্রহণ করেছেন।

 

দায়িত্বভার গ্রহণকালে রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা সেক্টর ফোরামের সভাপতি শাহাজাহান আলী বরজাহান, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা, রুলার এন্ড আরবান ডেভলপমেন্টের পরিচালক মোঃ সোহাগ আলী, উন্নয়ন গবেষনা প্রতিষ্ঠান বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী শহিদুল ইসলাম, আদিবাসী ছাত্র পরিষদের রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক তরুণ মুন্ডা প্রমুখ উপস্থিত ছিলেন। দায়িত্বভার গ্রহণকারীগণ আগামী দিনে সাংগঠনিক কাজগুলো সফলভাবে সম্পাদন করার প্রত্যয় ব্যাক্ত করেন এবং সকলের কাছে সহযোগিতা প্রত্যাশা করেন।

 

প্রসঙ্গত, গত ১২ মার্চ ইয়্যাসের সাধারণ পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে সাত সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। সাধারণ সভায় গৃহীত পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আজ নতুন কমিটি আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহণ করে।

 

Leave A Reply

Your email address will not be published.