এই আদেশ নজিরবিহীন: খন্দকার মাহবুব

0 ৩০৩

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জামিন না দেয়ার আদেশকে নজিরবিহীন বলে উল্লেখ্য করেছেন খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

তিনি বলেছেন, ‘আমরা মনে করি, আপিল বিভাগের এই ধরনের রায় নজিরবিহীন। বাংলাদেশ তো নয়ই; পাশ্ববর্তী কোনও দেশেও এ ধরনের ঘটনা ঘটে না। বিএনপির চেয়ারপারসন পঙ্গু অবস্থায় আছেন। তাঁর উন্নত চিকিৎসা দরকার।’ব্রেকিংনিউজ

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে আপিল বিভাগে সাবেক এই প্রধানমন্ত্রীর জামিন আবেদন খারিজ হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

মাহবুব হোসেন বলেন, ‘জামিন না দেয়ার কোনও যুক্তি ছিলো না। আমরা আদালতকে বলেছি, আমাদের দেশের রাজনীতি হচ্ছে এমন, কেউ যদি রাজনীতির কারণে জেলে যায় সে তখন সবচাইতে খারাপ এবং এই একই কারণে কেউ যদি ক্ষমতায় থাকা অবস্থায় কেউ যদি জেনে যায় তখন সে অনেক ভালো লোক ছিলো বলে মনে করি।’

সিনিয়র আইনজীবীদের নিয়ে আলোচনার করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়ে তিনি বলেন, ‘আমরা ন্যায় বিচার পাইনি। ন্যায় বিচার হলে অবশ্যই আমরা জামিন পেতাম। আমরা আইনি প্রক্রিয়ায় সামনে এগিয়ে যাবো।’

তিনি বলেন, ‘আমরা বলেছি- খালেদা জিয়ার ৭ বছরের সাজা হয়েছে। তার মধ্যে দেড় বছর পার হয়েছে। তিনি একজন বয়স্ক মহিলা, অসুস্থ্য- এই অবস্থায় জামিন চেয়েছিলাম।’

 

Leave A Reply

Your email address will not be published.